অন্যান্য

মেহেরপুরে পৃথক ঘটনায় ২ শিশু আহত

By মেহেরপুর নিউজ

March 05, 2015

মেহেরপুর নিউজ,০৫ মার্চ: মেহেরপুর কালাচাঁদপুর গ্রামে গরুর শিংয়ের আঘাতে মনি (৮) ও শহরের বিএটিবির সামনের প্রাচীর থেকে পড়ে বদর (৮) নামের অপর এক শিশু মারাত্মক আহত হয়েছে। তারা দু’জনেই মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। মনির বাবা আমিরুল জানান, বাড়ির পাশে খেলা করার সময় একটি গুর তাকে শিং দিয়ে আঘাত করে । এতে সে আহত হয়। অপরদিকে, বদরের পিতা জিয়া জানান, বিএটিবি প্রাচীরে উঠে সেখান থেকে লাফ মারতে গেলে প্রাচীররেরে এ্যাঙ্গেলে তার ডান হাত বিঁধে যায়। এতে সে আহত হয়।