শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ৩য় শ্রেণীর ছাত্র নিহত ।। এসএসসি পরীক্ষার্থী আহত

By মেহেরপুর নিউজ

February 10, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১০ ফেব্রুয়ারি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুরে রাস্তা পারাপারের সময় একটি ইজি বাইকের ধাক্কায়  লিখন নামের ৩য় শ্রেণীর এক ছাত্র মারা গেছে। নিহত লিখন কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র এবং কোমরপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। আজ সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। অপরদিকে, একই সময়ে সদর উপজেলার কালগাংনীতে এক সড়ক দূর্ঘটনায় এখলাস নামের এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে । বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, কোমরপুর গ্রামের কামাল হোসেনের ছেলে লিখন রাস্তা কোমরপুরে রাস্তাপার হচ্ছিল। এ সময় দ্রুতগামী গামী একটি ইজি বাইক নিয়ন্ত্রন হারিয়ে লিখন কে ধাক্কা দেয়। এতে লিখন রাস্তায় ছিটকে পরে। পরে স্থানীয় লোকজন লিখনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে এর পরপরই তার মুত্য হয়। এ ঘটনায় স্থানীয় জনগন ইজি বাইক সহ চালককে আটক করে রেখেছে।

অপরদিকে, সদর উপজেলার কালীগাংনী গ্রামে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটর সাইকেল এখলাস নামের এক এসএসসি পরীক্ষার্থীকে ধাক্কা দেয়। এতে এখলাসের একটি পা ভেঙ্গে যাওয়া সহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়েছে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গুরুতর জখম এখলাসের আগামিকালের (মঙ্গলবার)  এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পরেছে।