বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পৃথক পৃথক অভিযানে গাঁজাসহ ৫ জন আটক

By মেহেরপুর নিউজ

August 20, 2015

মেহেরপুর নিউজ,২০ আগষ্ট:

মেহেরপুরের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর সদর পুলিশ। আটকৃতরা হলো, শহরের মাঠপাড়ার জিহাদুলের ছেলে রুবেল হোসেন, সামাদুলের ছেলে সোহেল রানা, হঠাৎপাড়ার হামিদুলের ছেলে জাহিরুল, চক্রপাড়ার কোরবান আলীর ছেলে হুদা এবং শোলমারী গ্রামের আজগর আলীর ছেলে মামুন।

মেহেরপুর সদর থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে সদর থানার এটিএসআই শহরের মাঠপাড়ায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ রুবেল ও ৫ গ্রাম গাঁজাসহ সোহেল রানাকে, এএসআই বাবুল শোলমারী গ্রামে অভিযান চালিয়ে ৪ গ্রাম গাঁজাসহ মামনুকে, এএসআই জিয়া শহরের হঠাৎপাড়া থেকে ৬ গ্রাম গাঁজাসহ জাহিরুল এবং চক্রপাড়া থেকে ৫ গ্রাম গাঁজাসহ হুদাকে আটক করে।