আইন-আদালত

মেহেরপুরে পৃথক পৃথক দশটি ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

By মেহেরপুর নিউজ

July 25, 2021

মেহেরপুর নিউজ:

চলমান লকডাউনে মাস্ক বিহীন চলাচল করার দায়ে ব্যবসায়ী, দোকান মালিকসহ পথচারীদের নিকট থেকে জরিমানা আদায় করেছে  ভ্রাম্যমাণ আদালত।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর জেলা প্রশাসন, মেহেরপুর সদর উপজেলা গাংনী উপজেলা এবং মুজিবনগর উপজেলার উদ্যোগে পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩৫ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে ১০ টি টিম একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাস্ক বিহীন চলাচল করার দায়ে বিভিন্ন স্থানে ২৮ জনের নিকট থেকে ৩৫ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগন সেনাবাহিনীর বিজিবি এবং পুলিশের সহযোগিতা নিয়ে আদালত পরিচালনা করেন। সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ ২৪ এর( ২ ) ভঙ্গ করায় এ সকল ব্যক্তিদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।