আইন-আদালত

মেহেরপুরে পৃথক ভ্রাম্যমান আদালত ।। কনের বাবাসহ ২ জনের জেল

By মেহেরপুর নিউজ

February 07, 2016

মেহেরপুর নিউজ,০৭ ফেব্রুয়ারী: মেহেরপুর শহরের নতুনপাড়ার মোশাইব হোসেন নামের এক মাদক বিক্রেতার ৬ মাস জেল এবং গাংনী উপজেলার কামারখালী গ্রামে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে কনের পিতা শামীম হোসেন কে ২০ দিনের জেল দিয়েছেন পৃথক ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকাল ৪টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হাসান এবং বেলা ১১টার দিকে গাংনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান পৃথক আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত মোশাইব হোসেন শহরের নতুন পাড়ার মসলেম উদ্দিনের ছেলে এবং শামীম হোসেনের বাড়ি গাংনী উপজেলার কামারখালী গ্রামে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শামীম হোসেন তার সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়েকে গত শুক্রবার গোপনে খলিসাকুন্ডি গ্রামের রিন্টুর সঙ্গে বিয়ে দেন। খবর পেয়ে শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় অপরাধ স্বীকার করায় কনের পিতা শামীম হোসেনের ২০ দিনের জেল দেয়া হয়। অপরদিকে, রবিবার দুপুরে মেহেরপুর সদর থানার এএসআই অর্জুন কুমার গোপন সংবাদে নতুন পাড়ায় মোশাইবের বাড়িতে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহগ তাকে আটক করেন।