বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৪জন সহ আহত ৮

By মেহেরপুর নিউজ

June 02, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জুন: মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৪জন সহ আহত হয়েছে ৮জন। আহতরা হলেন, শাকিরুল (৪৫),নাজমুন্নাহার (৩৫), মনিরুল (৪৭) তাহাজুদ্দিন (৫০), খলিল (৫৫), জানমহমদ (৫০), জুবায়ের ( ০৮), তাবাসুম( ০৪)। বর্তমানে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে । হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান, আহত তিন জনের অবস্থাতা আশংকা জনক বাকিদের অবস্থা আশংকা মুক্ত । পুলিশ ও এলাকাবাসি জানান,  শুক্রবার সকাল ৯টার দিকে মেহেরপুরের নতুন জেলখানার সামনে রাস্তা পার হওয়ার সময় শাকিরুল নামের এক জন আহত হয়েছে।

স্থানিয়রা জানায়  রাইপুর থেকে মেহেরপুরের দিকে একটি মটরসাইকেল দ্রুত গতিতে আসলে

এসময় শাকিরুল রাস্তা পার হতে গেলে মটর সাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে সজোরে শাকিরুল কে ধাক্কা দিলে সে রাস্তার উপর ছিটকে পড়ে যায়। এলাকাবাসি ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা গুরুতর আহত অবস্থায় শাকিরুল কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অপর দিকে শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে বিয়ের মাইক্রো বাস মটরসাইকেল ও আলগামন কে ধাক্কা দিলে একই পরিবারের ৪ জন সহ ৭জন আহত হয়েছে।

পুলিশ ও স্থানিয়রা জানায়, শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা থেকে একটি বিয়ের মাইক্রো বাস মেহেরপুর আসার সময় রাজনগর গ্রামের  জাব্বারের মিলের সামনে উপর মাইক্রো কে সাইড দিতে গিয়ে একটি মটরসাইকেল কে ধাক্কা দিলে মটরসাইকেলে থাকা একই পরিবারের ৪ সদস্য রাস্তার উপর ছিটকে পড়ে যায়।

এসময় মাইক্রো চালক মাইক্রো নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় রাজনগর মোড়ে রাস্তার পাসে দাড়িয়ে থাকা আলগামনকে সজোরে ধাক্কা দিলে আলগামনে বসে থাকা ৩জন যাত্রী আহত হয় এসময় চালক পালিয়ে যায়।

স্থানিয় জনতা উত্তেজিত হয়ে মাইক্রোবাসটি ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং মাইক্রোবাসটি উদ্ধার করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসে ।