ব্যবসা ও বানিজ্য

মেহেরপুরে পৃথক ৩টি স্থানে অগ্নিকান্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

By মেহেরপুর নিউজ

February 24, 2010

নিউজ ডেস্ক মেহেরপুরে পৃথক ৩টি অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। আজ ২৪ ফেব্রয়ারী দুপুরের দিকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বিধ্যাধরপুর গ্রামের সাহাবুদ্দিন এর তা‌মাক ঘরে, সন্ধায় মেহেরপুর শহরের খন্দকারপাড়ায় আলমগীর এর বাড়িতে বৈদুত্যিক সট সার্কিট এবং রাতে মনোহরপুর গ্রামের আলী হোসেন এর বাড়িতে পাটখড়ির গাদা থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এতে ৩টি স্থানে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন আয়ত্বে আনে।