কৃষি সমাচার

মেহেরপুরে পেঁয়াজের মূল্য বৃদ্ধি ও এলসি বন্ধের দাবিতে সড়কে পেঁয়াজ ফেলে প্রতিবাদ

By মেহেরপুর নিউজ

April 11, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ এপ্রিল: চলতি মৌসুমে পেঁয়াজের মূল্য বৃদ্ধি ও এলসি বন্ধের দাবিতে সড়কে পেঁয়াজ ফেলে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে পেঁয়াজ চাষীরা । আজ শুক্রবার সকাল ৯ টার দিকে মেহেরপুর শহরের উপকন্ঠ বামনপাড়া বটতলা এলাকায় পেঁয়াজ চাষীরা এ প্রতিবাদ কর্মসূচী পালন করে। এ সময় তারা প্রায় ২৫/৩০ মন পেঁয়াজ ট্রাক থেকে নামিয়ে সড়কে ফেলে নষ্ট করে।

পেঁয়াজ চাষী, শাহাদ খান, মফিজুল ,হাবিব অভিযোগ করে বলেন, ১ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। আর সেই পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে ৩’শ টাকা মন। যা দিয়ে পেঁয়াজ তোলার খরচ হচ্ছে না। তারা বলেন, অবিলম্বে এলসি বন্ধ না করা হলে পেঁয়াজ চাষীরা পথে বসবে। তারা আরো দাবি করেন, অন্যান্য সব্জির ন্যায় পেঁয়াজ ও দেশের বাইরে রপ্তানি করতে হবে।