অন্যান্য

মেহেরপুরে পৌরসভার আযান বন্ধ কেন প্রশ্ন নাগরিকদের !

By মেহেরপুর নিউজ

May 17, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ মে: নাগরিক সেবার মানবৃদ্ধি কল্পে মেহেরপুর পৌরসভা তাদের কেন্দ্রীয় শব্দ নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিদিষ্ট সময়ে পাঁচ ওয়াক্ত আযান ব্যাখ্যা ও দোয়া সহ সম্প্রচার করে নাগরিক সেবা দিচ্ছিল। গত দুই মাস আগ থেকে সারাদেশের মধ্যে একমাত্র মেহেরপুর পৌরসভা এই সেবা শুরু করে। যা ধর্মপ্রাণ মুসল্লী সহ সাধারণ সকল নাগরিকদের কাছে সমাদৃত হয়েছিল। কেননা, বিভিন্ন মসজিদের আযান বিভিন্ন সময়ে সম্প্রচারিত হত। যা রমজান মাস সহ বিভিন্ন পবিত্র দিনে ও সময়ে মুসল্লী ও রোজদার মানুষদের বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হত। কিন্তু পৌর কর্তৃপক্ষ কেন্দ্রীয় শব্দ সিষ্টেমের মাধ্যমে শহরজুড়ে একই সময়ে আযান সম্প্রচার করছিল। এতে আযান নিয়ে নাগরিকদের সময় বিভ্রান্তি দূর হয়েছিল। অথচ- হটাৎ করেই শহরের একশ্রেনীর মানুষের সংকীর্ণ মানসিকতা, অপব্যাখ্যা ও হুমকীর কারণে পৌর কর্তৃপক্ষ সেই আযান সম্প্রচার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। নাগরিক সমর্থন যাঁচাই না করেই কতিপয় ব্যক্তির ইচ্ছা ও হুঙ্কারে আযানের মত পবিত্র বাণী ও আহবান সম্প্রচার বন্ধ করায় পৌর কর্তৃপক্ষের সম্প্রচার বিধিমালা ও পরিচালনা পদ্ধতি মানুষের কাছে যেমন খাম খেয়ালী মনে হয়েছে, তেমনি কতিপয় ব্যক্তির দম্ভে আযান বন্ধ ঘটনায় চরম ক্ষুদ্ধ ও বিস্মিত হয়েছেন সাধারণ পৌর নাগরিকবৃন্দ। জানা গেছে, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসকার আলীর চরম আপত্তির কারণে পৌর কর্তৃপক্ষ এই আযান সম্প্রচার বন্ধ করে দিয়েছে। তিনি পৌর মেয়রকে গিয়ে বলেছেন, দেখ মতু, আমি তোমায় অনেক পছন্দ করি। কিন্তু তোমার আযান সম্প্রচার মানুষজন ভালভাবে গ্রহণ করছে না। তোমার মঙ্গলের জন্য আমি চাই, তুমি আমার এই মন্তব্য’র পর থেকেই আযান সম্প্রচার বন্ধ রাখবা। ঘটনাটি মে মাসের প্রথম সপ্তাহে। তারপর থেকেই বন্ধ হয়ে গেছে আযানের সুমিষ্ট ধ্বনি। মেহেরপুরের আলেমসমাজ, সাংবাদিকবৃন্দ, আইনজীবী, বুদ্ধিজীবি সহ সকল পেশাজীবি সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এ প্রসঙ্গে পৌরসভার তিন নং ওয়ার্ডের বাসিন্দা আকমল হোসেন বলেন, আযান নিয়ে রাজনীতি খুবই দু:খজনক। এখন পাঁচ ওয়াক্ত আযানের সময় শহরের বাতাসে আর আযানের সুমিষ্ট ধ্বনি ভেসে ওঠে না। তিনি পুনরায় আযান সম্প্রচার শুরু করার দাবী জানায়। এ ব্যাপারে মেয়র মুতাছিম বিল্লাহ মতু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কেন্দ্রীয় শব্দ যন্ত্রের মাধ্যমে শহরজুড়ে আযানের ধ্বনি সম্প্রচার দেশের অন্য পৌরসভাকে আকৃষ্ট করেছে। রাজশাহীর বেড়া সহ অনেক পৌরসভা এখন এই পদ্ধতি চালু করতে কাজ শুরু করেছে। অথচ, কতিপয় ব্যাক্তির সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে মেহেরপুর পৌরকর্তৃপক্ষ আযান বন্ধ রাখতে বাধ্য হয়েছে। সেই ক্ষেত্রে নাগরিকরা দাবী জানালে পুনরায় আযান সম্প্রচার চালু করা হবে। ক্ষমতাসীন দলের এক শীর্ষ ছাত্রনেতা বলেন, ওইসব নেতাদের কারণে দল ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই পৌর কর্তৃপক্ষ কর্তৃক সম্প্রচারিত আযান পুনরায় চালুর জন্য তারা আনুষ্টানিকভাবে দাবী জানাবে।