বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পৌরসভা ও আমদহ ইউপি নির্বাচনে ৯৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ

By মেহেরপুর নিউজ

October 04, 2016

মেহেরপুর নিউজ, ০৪ অক্টোবর: আসন্ন মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউপি নির্বাচনে মোট ৯৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনে পৌর মেয়র পদে ১০ জন, ইউনিয়র চেয়ারম্যান পদে ৫ জন, পৌর কাউন্সিলর পদে ৫৬ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন, ইউপি সদস্য পদে ২৪ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

এদের মধ্রে মধ্যে মেহেরপুর পৌরসভায় মেয়র পদে ১০ প্রার্থীরা হলো বর্তমান মেয়র মোতাছিম বিল্লাহ মতু, সদর উপজেলা আ.লীগের সভাপতি গোলাম রসুল, জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, পৌর আ.লীগের সাধারন সম্পাদক আক্কাস আলী. আ.লীগ নেতা আব্দুল মান্নান, জেলা আ.লীগের প্রচার সম্পাদক ইকবাল হোসেন বুলবুল, আ.লীগ নেতা আমিনুল ইসলাম খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী নিশান সাবের।

কাউন্সিলরদের মধ্যে ১ নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ৮ জন, ৩নং ওয়ার্ডে ৭ জন, ৪নং ওয়ার্ডে ৭ জন, ৫ নং ওয়ার্ডে ৫ জন, ৬ নং ওয়ার্ডে ৫ জন, ৭ নং ওয়ার্ডে ৮ জন, ৮ নং ওয়ার্ডে ৬ জন এবং ৯ নং ওয়ার্ডে ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। একই সাথে, সংরক্ষিত কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ৬ জন, ২নং ওয়ার্ডে ৪ জন ও ৩নং ওয়ার্ডে ২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এদিকে সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম, আ.লীগ নেতা আবু বক্কর, মনিরুল ইসলাম, জামায়াত নেতা রুহুল আমিন ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

একই সাথে সদস্য পদে মধ্যে ১ নং ওয়ার্ডে ৩ জন, ২নং ওয়ার্ডে ৪ জন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ১ জন, ৫ নং ওয়ার্ডে ৩ জন, ৬ নং ওয়ার্ডে ৪ জন, ৭ নং ওয়ার্ডে ২ জন, ৮ নং ওয়ার্ডে ২ জন এবং ৯ নং ওয়ার্ডে ১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

একই সাথে, সংরক্ষিত সদস্য পদে ১নং ওয়ার্ডে ৪ জন, ২নং ওয়ার্ডে ৪ জন ও ৩নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন