বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পৌর নির্বাচনের দাবিতে বিক্ষোভ

By মেহেরপুর নিউজ

November 28, 2015

মেহেরপুর নিউজ,২৮ নভেম্বর: মেহেরপুর পৌরসভার নির্বাচনের দাবিতে শহরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সচেতন পৌরবাসী। বিক্ষোভে আসন্ন পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও অংশগ্রহণ করেন। এ সময় অপ্রীতিকর ঘটনার আশংকায় পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতুর কাসারী পাড়ার বাসভনের সামনের বেশ কিছু পুলিশকে অবস্থান করতে দেখা যায়। শনিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও সম্ভাব্য মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটন যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে জেলা যুবলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মেহেরপুর শহরের হোটেল বাজার নতুপপাড়া মোড় হয়ে বড়বাজার প্রদক্ষিন করে প্রেসক্লাব প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পৌর সভা নির্বাচনের দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে সড়কে অবস্থান করে। এতে প্রায় অধাঘন্টা প্রধান সড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের সভাপতিত্বে

অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সম্পাদক তোহিদুল ইসলাম, ৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাহিদ হোসেন, যুবলীগ নেতা মিয়ারুল ইসলাম, সাজিদুল আলম সাজু । এছাড়া বিক্ষোভে অংশগ্রহণ করে একাত্মতা ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, ও বর্তমান কাউন্সিলর যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ ইন্তাজ, উপজেলা কৃষকলীগের সভাপতি কাউন্সিলর প্রার্থী জাফর ইকবাল, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান চন্দন, যুগ্ম আহবায়ক আতিক স্বপন। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান মেয়র মোতাছিম বিল্লাহ মতু এক শ্রেণীর দালালদের সহযোগীতায় বার বার অবৈধ মামলা করে নির্বাচন বন্ধ করে রাখছেন। তারা বলেন জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর জনগণের কাছে ভোট ও ভাতের নিশ্চয়তার ওয়াদা করেছিলেন। তারই ধারাবাহিকতায় দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ন, এখন

ভোটের অধিকার রক্ষায় দেশে ডিজিটাল ভোটার আইডি কার্ড তৈরি হচ্ছে যাতে নাগরিকের ভোট চুরি না হয়। তখন মেহেরপুরের মেয়র মামলা করে পৌরসভার ভোট বন্ধ করেছেন। মেহেরপুরের জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করছেন । কিন্তু মেহেরপুর বাসী তাদের গণতান্ত্রিক অধিকারে রুখে দাড়িয়েছে। পযার্য়ক্রমে একের একের এক আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে আবেদন করা হবে। যাতে ২য় তফসিলে মেহেরপুর পৌরবাসীর ভোটের অধিকার রক্ষা হয়। তারা আরও বলেন, আগামী ২৩ জানুয়ারী পৌর মেয়রের ৫ বছর পূর্ন হবে। ২৪ জানুয়ারী তিনি যদি পৌরসভায় প্রবেশ করার স্বপ্ন দেখেন তবে তা হবে দূ:স্বপ্ন বলে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। পরে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে তাদের সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান স্মারকলিপি গ্রহণ করেণ।

এদিকে, বিক্ষোভ মিছিল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার আশংকায় পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশকে অবস্থান করতে করতে দেখা যায়। এ ব্যাপারে মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম বলেন, মেয়রের কোনো আবদনে নয়, মিছিল সমাবেশ হলে পুলিশ যে ভুমিকা রাখে সেটাই করা হয়েছে। তা ছাড়া নির্বাচনের দাবিতে যেহেতু বিক্ষোভ সে কারণে পৌরসভা ও মেয়রের বাসভবনের সামনে কিছু পুলিশ রাখা হয় স্বাভাবিক নিয়মেই। উল্লেখ্য, সীমনা জটিলতা দেখিয়ে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন চেয়ারম্যান আনারুল ইসলামের উচ্চ আদালতে দাযের করা একটি মামলায় শেষ পর্যন্ত আটকে যায় মেহেরপুর পৌরসভার নির্বাচন। তফসিল ঘোষনার আগের দিনও বিভিন্ন পত্র পত্রিকায় ২৩৬টি পৌরসভায় নির্বাচনের কথা থাকলেও তফসিল ঘোষনাহয় ২৩৪ টি পৌরসভার। সেখানে বাদ পড়ে যায় মেহেরপুর পৌরসভার নির্বাচন।