রাজনীতি

মেহেরপুরে পৌর নির্বাচনের দাবীতে পৌর বিএনপির বিক্ষোভ

By মেহেরপুর নিউজ

December 01, 2015

মেহেরপুর নিউজ,০১ ডিসেম্বর: “আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব” এই শ্লোগানে মেহেরপুরে পৌর নির্বাচনের দাবীতে প্রতিবাদ সভা, মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান করে বিক্ষোভ করেছে মেহেরপুর পৌর বিএনপি। মঙ্গলবার সকাল ১১ টার দিকে মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ইলিয়াস হোসেন, সহসভাপতি আব্দুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুর রহিম প্রমুখ। প্রতিবাদ সভায় বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভা শেষে মাসুদ অরুণের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা একটি মৌন মিছিল সহকারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম ও পুলিশ সুপার হামিদুল আলম পৃথক পৃথক স্মারকলিপি গ্রহণ করেন। পথসভায় সভাপতির বক্তব্য জাহাঙ্গীর বিশ্বাস বলেন, বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু ২০০৪ সালে নির্বাচনের সময় মামলা করে তিনি নির্বাচন বন্ধ করে ২০১১ সাল পর্যন্ত টানা ১২ বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখেন। আবার যখন ২০১১ সালে পৌরবাসী নির্বাচনী উৎসবে মেতেছিল সেবারও বর্তমান মেয়র তার এক অনুসারী দিয়ে মামলা করে নির্বাচন বন্ধের পাঁয়তারা করেছিলেন। কিন্তু সেবার তিনি ক্ষমতাসীন দলের আন্দোলনের মুখে নির্বাচন বন্ধ করে রাখতে পারেননি। একইভাবে এবারও এই ক্ষমতালোভী মেয়র কুচক্রী মহলকে দিয়ে মামলা করিয়ে নির্বাচন বন্ধ করে রাষ্ট্রদ্রোহীতার কাজ করেছেন। তিনি বলেন, নির্বাচনের মেহেরপুরের রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ ফুসে উঠেছে এবার আপনার রেহাই নাই। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, মেহেরপুরের মানুষ নির্বাচন চাই। অথচ পৌরসভার নির্বাচন সামনে এলেই একটি কুচক্রি মহলকে হাত করে বর্তমান ক্ষমতালোভী মেয়র মামলা করে নির্বাচন বন্ধ করেন। যতদিন না মেহেরপুরে নির্বাচনের ঘোষনা না আসে ততদিন আন্দোলন চলবে বলে তিনি জানান। তাই অবিলম্বে মেহেরপুর পৌরসভার নির্বাচনের ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে তিনি আহবান জানান।