বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পৌর বিএনপি (উত্তর) কার্যালয়ের উদ্বোধন

By Meherpur News

November 28, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর পৌর বিএনপির (উত্তর) নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর শহরের পৌর কলেজ সড়কে এ কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রহীম, হাজী ফজলু খান, হাবীব ইকবাল, কামরুজ্জামান বাবু, মিজানুর রহমান মিজা, মফিজুল ইসলাম, শাহ ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।