বিশেষ প্রতিবেদন

মেহেরপুরে পৌষের কুয়াশা কার্তিক মাসে

By মেহেরপুর নিউজ

November 06, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ নভেম্বর: পুরোদমে শীত শুরু হওয়ার আগে মেহেরপুরে ঘন কুয়াশা পড়া শুরু হয়েছে। গত ৩ দিন যাবৎ কুয়াশার চাদরে মেহেরপুরের আকাশ ঢাকা থাকছে। পুরোপুরি শীত পড়তে এখনো বাকি। ভোর থেকে শুরু করে সকাল ১০ টা পর্যন্ত ঘন কুয়াশা পড়ার ফলে যানসহ জনজীবন চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। হরতালের কারনে যদিও যান চলাচল কম তারপরও যেগুলো চলছে যানবাহনের হেডলাইট জ্বালিয় চলতে দেখা গেছে। কুয়াশার পরিমান এতই বেশী যে ৫ গজ দুরের কিছু দেখা যাচ্ছে না। এ ধরনের কুয়াশা সাধারনত পৌষ ও মাঘ মাসের দিকে দেখা গেলেও এবারই প্রথম কার্তিক মাসে ঘন কুয়াশা।

এদিকে শীতের আগেই ঘনকুয়াশা পড়ার ফলে মানুষ ঠান্ডাজনিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।