বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্যানেল মেয়রের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ীর সাংবাদিক সম্মেলন

By মেহেরপুর নিউজ

October 24, 2012

ডিএম মকিদ,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ অক্টোবর: মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর  মনিরুল ইসলামের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছ মেহেরপুর শহরের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী হামিদুল ইসলাম। আজ বুধবার সকাল ১১ টার দিকে শহরের কাশারীপাড়া’র নিজ কার্যলয়ে হামিদুল ইসলাম এ সাংবাদিক সম্মেলন করেন। এসময় তার অপর দুই ভাই আশাদুল ইসলাম ও ইমাদুল ইসলাম উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে ব্যবসায়ী হামিদুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন,কাউন্সিলর মনির“ল ইসলাম সাম্প্রতিক সময়ে স্থানীয় পত্রিকার একজন সাংবাদিককে পয়সা দিযে সাংবাদিক সম্মেলনের নামে আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে চরিত্র হরণ করেছে। যা আমার ও আমার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। তিনি কাউন্সিলর মনিরুল ইসলামকে ভূমি দস্যু হিসেবে আখ্যায়িত করে তার লিখিত অভিযোগে বলেন,মনিরুল ইসলাম আমার পিতা হাজিরদ্দীন শেখ ওরফে হজরত আলী’র কাছ থেকে জমি ক্রয় করেছে। সে জমি নিয়ে মেহেরপুর আদালতে মামলা চলছে। তিনি বলেন প্রয়াত ১ নং প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন সন্ত্রাসীদের বোমাঘাতে নিহত হবার পর মিজানুর রহমান উপনির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। কাউন্সিলর নির্বাচিত হবার পর থেকেই সে আমার পরিবারের উপর নান ধরনে ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলা দিয়ে অত্যাচার করে আসছেন। তিনি অভিযোগ করে বলেছেন, একজন সাংবাদিক আমার বিরুদ্ধে লিখবে অথচ আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবেননা এটা হতে পারেনা। প্যানেল মেয়র মনিরুল ইসলাম ভিডিও ব্যবসা থেকে কিভাবে আঢেল টাকার মালিক বনে গেল সে বিষয়ে খোঁজ-খবর নিয়ে তার দূর্ণীতি তুলে ধরার আহবান জানান।এসময় মেহেরপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।