বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রজন্ম মুজিবনগরের কালো ব্যাজ ধারন।। বিকেলে প্রেসক্লাব চত্বরে সমাবেশ

By মেহেরপুর নিউজ

February 16, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ফেব্রুয়ারী: গনজাগরনের অন্যতম নেতা ও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারন করেছে প্রজন্ম মুজিবনগর। আজ শনিবার সকাল থেকে  মেহেরপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের বুকে কালো ব্যাজ পরিয়ে দেন এবং আগামীকাল কেন্দ্রিয় ঘোষীত জাতীয় সঙ্গিত সফল করার জন্য গনসংযোগ চালান তারা। এদিকে এ হত্যার প্রতিবাদে নতুন জাগরনের সৃষ্টি হয়েছে প্রজন্ম মুজিবনগরের নেতৃত্ব দানকারীদের মাঝে । আজ বিকাল ৫ টায় ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার প্রতিবাদে মেহেরপুর প্রেসক্লাব চত্বরে সমাবেশের মাধ্যমে তারা নতুন কর্মসূচীর ঘোষনা করবেন এবং সন্ধ্যায় আলোক প্রজ্জলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। প্রজন্ম মুজিবনগরের  অন্যতম নেতা নিশান সাবের মেহেরপুর নিউজকে জানান,আজ বিকেল ৫টায় রাজীব হত্যার প্রতিবাদে মেহেরপুর প্রেসক্লাবে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে নতুন কর্মসূচী ঘোষনা করা হবে।

উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর পল্লবী থানার পলাশনগরে ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন (৩৫)  কে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা