জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরে প্রতারক সন্দেহে তিন ইরানী নাগরিক আটক

By মেহেরপুর নিউজ

April 12, 2016

মেহেরপুর নিউজ, ১২ এপ্রিল: মেহেরপুরের গাংনীর জোড়পুকুরিয়াতে সড়ক দূর্ঘটনায় আহত তিন ইরানী নাগরিককে প্রতারক সন্দেহে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শ্যালো ইঞ্জিন চালিত নসিমনকে সাইড দিতে গিয়ে ইরানি নাগরিক আরোহী প্রাইভেট কারটি রাস্তার পাশের খাদের পড়ে তারা দূর্ঘটনার শিকার হন। তাদের আচরণ সন্দেহজনক হলে স্থানীয় জনতা তাদের পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার বিকাল ৩ টার দিকে মেহেরপুর-কুৃষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। বিদেশী নাগরিকরা হলেন, আমির হোসেন (৫০), ভয়িস আলী (৩৫) ও নাদের আহমেদ (৩৮)। তারা ইরানের নাগরিক বলে দাবি করেন। বর্তমানে তারা গাংনী থানা হেফাজতে রয়েছেন। স্থানীয়রা জানান, ঘটনার সময় ইরানী নাগরিক আমির হোসেন, ভয়িস আলী ও নাদের আহমেদ একটি প্রাইভেট কার যোগে (যার নং ঢাকা মেট্রা ট- ২১-৫৪৫৩) গাংনী থেকে কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে জোড়পুকুরিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত নসিমনকে সাইড দিতে গেলে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে তারা তিনজন সামান্য আহত হয়। স্খানীয়রা তাদের উদ্ধার করে খোঁজখবর নিতে গেলে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেয়। গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে তাদের থানা হেফাজতে নেয়। তবে দূর্ঘটনা কবলিত মাইক্রোটি ঘটনাস্থলেই পড়ে আছে বলে খবর পাওয়া গেছে। গাংনী হাসপাতাল বাজারের মটরসাইকেল মেকানিক শাহ জামাল জানান, সড়ক দূর্ঘটনায় আহতরা দুপুরের দিকে তার দোকানে একটি এক হাজার টাকার নোট খুচরা করতে গিয়েছিলেন। তাদের আচরন দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন কে খবর দিলে তারা সেখান তেকে সটকে পড়েন।

জানা গেছে, সম্প্রতি গাংনী হাসপাতাল বাজারের লাভলু চাউল হাউজে কয়েকজন বিদেশী প্রতারনা করে প্রায় ৩০ হাজার টাকা লুট করে। একই ভাবে মেহেরপুর সদরের চুয়াডাঙ্গা সড়কের অয়ন ফিলিং ষ্টেশনে প্রতারণা করে দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছিল। এসব ঘটনার সাথে পুলিশ হেফাজতে থাকা ইরানী নাগরিকরা জড়িত রয়েছে বলে সন্দেহ করছে ভুক্তভুগিরা। তবে আটক ইরানিদের মধ্যে আমির হোসেন দাবি করেন, তারা বাংলাদেশ বেড়াতে এসেছেন। তারা প্রতারক নন বলে দাবি করেন। তবে স্থানীয়রা জানান, তারা যে মাইক্রোতে করে ঘুরে বেড়াচ্ছে সেখানে তিনজনই ইরানি নাগরিক। এমনকি মাইক্রো চালকও বাংলাদেশী নন। ইরানি ওই নাগরিকরা প্রতারণা করার উদ্দেশ্যেই নিজেরা একা একাই ঘুেড় বেড়াচ্ছেন বলে ধারণা স্থানীয়দের । এ ব্যাপারে মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম বলেন, আটক তিন ইরানিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইরানী দুতাবাসের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। তিনি বলেন, আটক তিনজনের মধ্যে একজনকে সনাক্ত করেছেন গাংনীর চাল ব্যবসায়ী লাভলু। একই সঙ্গে মেহেরপুর অয়ন ফিলিং ষ্টেশনের ম্যানেজারকে ডাকা হয়েছে তিনি কাউকে সনাক্ত তরতে পারেননি কিনা দেখতে। তবে তাদের আচরণ ও পদ্ধতিগত ভাবে তারা প্রতারক বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।