আইন-আদালত

মেহেরপুরে প্রতারণা মামলায় এক ব্যক্তির ২ বছরের কারাদণ্ড

By মেহেরপুর নিউজ

February 09, 2021

মেহেরপুর নিউজ:

যৌথ মালিকানা গাড়ি কেনার পর গোপনে নিজের নামে করে নেওয়া সংক্রান্ত  প্রতারণা মামলায় ফরিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ তারিক হাসান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ফরিদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের জাফর আলীর ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, মামলার বাদী গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের শরিফ উদ্দিনের ছেলে সাফায়েত হোসেন একই গ্রামের ফরিদুল ইসলাম এর সাথে যৌথ ভাবে কিস্তির মাধ্যমে একটি ট্রাক্টর ক্রয় করেন। পরে ফরিদুল ইসলাম শরিফ উদ্দিনের অনুপস্থিতিতে ওই ট্রাক্টর তার নিজের নামে করে নেন। বিষয়টি সে জানতে পেরে কিস্তি এবং লভ্যাংশের ৭ লক্ষ ৯৮ হাজার,৫শ টাকা আত্মসাৎ করেন।

ওই টাকা না পেয়ে তিনি ২০১৮ সালের ২৫ জুন মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাংলাদেশ দঃবিঃ ৪০৬/৪০৭/৪২০ ধারা একটি মামলা দায়ের করেন। যার সি আর কেস নং ২৩৩/১৮।মামলায় মোট ৬ জন সাক্ষীর সাক্ষ্যে আসামি দোষী প্রমাণিত হওয়ায় আদালত ফরিদুল ইসলাম কে ২ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলায় বাদী পক্ষে অ্যাডঃ শাহরিয়ার মাহমুদ শাওন, আসামিপক্ষে শফিকুল আলম কৌশলী ছিলেন।