বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রতিকী ম্যারাথন ও পুরস্কার বিতরণ

By Meherpur News

July 18, 2025

মেহেরপুর নিউজ:

ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুরে এক প্রতিকী ম্যারাথন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে টিটিসি চত্বরে জেলা প্রশাসক সিফাত মেহনাজ ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রতিযোগিতা টিটিসি’র সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। এতে ৩ শতাধিক বিভিন্ন বয়সের ক্রীড়াবিদ অংশ নেন।

প্রতিযোগিতায় গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের শিলন ১৯ মিনিট ১৯ সেকেন্ডে প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন সদর উপজেলার আহসান হাবীব (১৯:৩৩ মিনিট) এবং তৃতীয় হন শহরের সাজ্জাদ মাহমুদ (২০:৪৯ মিনিট)।

পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এসময় মোট ৩৬ জন ক্রীড়াবিদকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় একমাত্র নারী প্রতিযোগী হিসেবে সফলভাবে দৌড় শেষ করায় গাংনীর চৌগাছা গ্রামের রোকাইয়া হাসানকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন: সোহাগ, আলহামদু খান, হানিফ, শাহজালাল, নাহিদ, আরাফাত, ইজাজ মাহমুদ, জুবায়ের সোহান, টিপু সুলতান, আব্দুল্লাহ, অমিত, শীতল, সাইফুল্লাহ, অন্তর, নাঈম, ফরহাদ, দিগন্ত, মামুনুর, রাজু, আতিয়ার, সামিউর, সিয়াম, শাহিন, নিরব, মেরিন, সাজেদুর, কিরণ, শান্ত, রাহিদুল, বিজয়, সজল এবং রানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান, ইউএনও খায়রুল ইসলাম, সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথ্যা, ফুয়াদ খান, শিক্ষা অফিসার হযরত আলী, জেলা যুব উন্নয়নের দপ্তরের উপ-পরিচালক এস এম ওবায়দুল বাসার, ক্রীড়া অফিসার আরিফ আহমেদ,তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন,টি টি সি’র অধ্যক্ষ ড. শামিমুদ্দিন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রকিব উদ্দিন জেলা জামায়েত ইসলামীর রাজনৈতিক সেক্রেটার কাজী রুহুল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন।