বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থীদের ঈদ সামগ্রী বিতরন

By মেহেরপুর নিউজ

September 08, 2016

মেহেরপুর নিউজ, ০৮ সেপ্টেম্বর: ঢাকার সামাজিক মহিলা সংগঠন ইনার হুইলের কর্মকর্তা মোসফেকা রহমানের অনুদানের অর্থে মেহেরপুরে অবস্তিত সুইড বাংলাদেশ প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গনে স্কুলের ২৫ জন শিক্ষার্থীর মাঝে নতুন পোশাকসহ ঈদ সামগ্রী ও কিছু খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বিতরণকালে সুইড প্রতিবন্ধি স্কুলে ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিবন্ধি স্কুলের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক শোয়েব রহমান, ইনার হুইলের পক্ষ থেকে প্রতিনিধি মোস্তাকুর রহমান তুষার। এ সময় স্কুলের পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিক গোলাম মোস্তফা, ইয়াদুল মোমেন, আবু আক্তার, রেজা-আন-উল-বাশার তাপস, আবু নাসের চৌধুরী সস্ম্রাট সহ স্কুলের শিক্ষক কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্কুলের শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করে। উল্লেখ্য স্থানীয় কিছু ব্যাক্তির এবং সরকারী কিছু অনুদানের অর্থে জেলার একমাত্র প্রতিবিন্ধ এ্টি স্কুলটি পরিচালিত হয়। গত ৬ বছর স্কুলের শিক্ষক কর্মকর্তা কর্মচারী বিনাবেতনে স্কুলে পাঠদান সহ দায়িত্বপালন করে যাচ্ছেন। তারপরও স্কুলটি জাতীয়করণ না হওয়ায় সম্পূর্ণ স্থানীয় অনুদানে স্কুলটির কার্যক্রম ধরে খুবই কষ্টকর হচ্ছে না জানান পরিচালনা কমিটির সদস্যরা।