বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রতিবন্ধী ভাতা প্রদানে বাছাই অনুষ্ঠিত

By Meherpur News

November 03, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে প্রতিবন্ধী ভাতা প্রদানের লক্ষ্যে বাছাই অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বাছাই সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।

বাছাই কমিটি উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের তথ্য যাচাই করে উপযুক্তদের তালিকাভুক্ত করেন।