বিশেষ প্রতিবেদন

মেহেরপুরে প্রতিমা বিসর্জন

By মেহেরপুর নিউজ

October 23, 2015

মেহেরপুর নিউজ,২৩ অক্টোবর: ঢাকের তালে নেচে গেয়ে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় পূজা দেবী দুর্গাকে বিসর্জন দেয়ার মধ্যে দিয়ে মেহেরপুরে শেষ হলো শারদীয় দূর্গোৎসব। শুক্রবার দুপুরের পর থেকে ভ্যানযোগে প্রতিমা গুলোকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ভৈরব নদীতে নেয়া হয়। সেখানে সাত পাক দেয়ার পর সন্ধ্যার আগে আগে বিসর্জন দেয়া হয় দেবী দূর্গাকে। এর আগে মন্ডপ গুলোতে আরতি অনুষ্ঠিত হয়। মেহেরপুর শহরসহ জেলার তিন উপজেলায় ৩৬টি পূজা মন্ডপে এবছর দূর্গা পূজা অনুষ্ঠিত হয়।