খেলাধুলা

মেহেরপুরে প্রথম আলোর উদ্যোগে আনন্দ র‌্যালী

By মেহেরপুর নিউজ

February 13, 2015

মেহেরপুর নিউজ,১৩ ফেব্রুয়ারিঃ

বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়া বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে “ চলো বাংলাদেশ” স্লোগানে মেহেরপুরে নানা কর্মসূচী পালন করেছে প্রথম আলো।

শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্টান শেষে প্রথম আলোর মেহেরপুর জেলা প্রতিনিধি তুহিন আরণ্য’র নেতৃত্বে একটি বিশাল আনন্দ র‌্যালী জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে  শামসুজ্জোহা পার্কে  এসে শেষ হয়।

চলো বাংলাদেশের বিশাল পতাকা হাতে নিয়ে র‌্যালীতে ছেলেমেয়েদের হাতে লাল সবুজের জাতীয় পতাকা এবং মাথায় চলো বাংলাদেশ শ্লোগান সম্বলিত ক্যাপ র‌্যালীর সোন্দর্য্য বৃদ্ধি করে।

র‌্যালীতে খেলোয়াড়,কোচ.ক্রীড়া সংগঠক,স্কুল কলেজের ছেলেমেয়ে,সাংস্কৃতিক কর্মী,সুশীল সমাজের প্রতিনিধি,বন্দ্ধু সভার সদস্যরা,সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

শিল্পকলায় প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্টানের পূর্বে জেলা তথ্য কর্মকর্তা,সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ, শিশু পরিবারের কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চে ওঠে অনুষ্টানের সাথে একাত্ব ঘোষণা করেন। এসময় প্রথম আলো’র মেহেরপুর প্রতিনিধি তুহিন আরন্য বিশ্ব ক্রিকেটে অংশ নেওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানাতে সকলের সম্মিলিত অংশগ্রহনের সকলকে ধন্যবাদ জানান।

পরে, তুহিন আরন্য’র সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্টানে তানিম মাহমুদ সহ বন্ধুসভার বন্ধুরা গান ও নৃত্যু পরিবেশন করে। সহস্রাধিক তরুণতরুণীর সম্মিলিত কন্ঠে এ সময় চলো বাংলাদেশ শ্লোগানে শিল্পকলা একাডেমী হল প্রকম্পিত হয়ে ওঠে।