খেলাধুলা

মেহেরপুরে প্রথম বিভাগ ক্রিকেট লিগ মেহেরপুর যুব স্পোটিং ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

March 10, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ মার্চ:

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে মেহেরপুর সদর উপজেলার বন্দর উদায়ন ক্রীড়া চক্র ও যাদবপুর তরুন ক্রীড়া চক্র নিজ নিজ খেলায় জয় লাভ করেছে।

বুধবার অনুষ্ঠিত খেলায় বন্দর উদায়ন ক্রীড়া চক্র ৫৪ রানে প্রতিবেশী বামনপাড়া বটতলা একাদশকে এবং যাদবপুর তরুন ক্রীড়া চক্র ৫১ রানে মেহেরপুর পৌর কলেজকে পরাজিত করে। এদিন মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে উদায়ন ক্রীড়া চক্র ৩৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে। সাজন দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন। বটতলা একাদশের পক্ষে কবির ৪ টি ও মাহবুল ৩ টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে বটতলা ২৬ ওভার ২ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। সাদ্দাম দলের প¶ে সর্বোচ্চ ৩০ রান করেন। সাগর, রনি ও নূহু প্রত্যেকে ২ টি করে উইকেট লাভ করে। এদিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় প্রথমে ব্যাট করতে নেমে যাদবপুর তরুন ক্রীড়া চক্র ৩২ ওভারে ১৪৯ রান করে সবাই আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে মেহেরপুর পৌর কলেজ ৩০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে।

মেহেরপুরে জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা সম্পন্ন

বাংলাদেশ শিশু একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বুধবার মেহেরপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে সনদ পত্র বিতরন করা হয়। মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. এম এ বাশার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশুদের মধ্যে সনদ পত্র তুলে দেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিকের সভাপতিত্বে সনদ পত্র বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক নূরুল আহমেদ।