মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ মার্চ: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিক্রেট লীগের খেলায় যাদবপুর তরুন ক্রীড়া চক্র বনাম কোলা ইলেভেন স্টার-এর মধ্যকার খেলায় যাদবপুর তরুন ক্রীড়া চক্র জয়লাভ করেছে। টসে জিতে কোলা ইলেভেন স্টার যাদবপুর তরুন ক্রীড়া চক্রকে ব্যাট করতে পাঠায়। যাদবপুর তরুন ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২’শ ১১ রান করে । এর জবাবে কোলা ইলেভেন স্টার ২৩ ওভার ৩ বলে সবকয়টি উইকেট হারিয়ে ১শ ৮০ রান করে পরাজয় বরন করে। এ খেলায় ৩ উইকেট ও ৯০ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় যাদবপুর তরুন ক্রীড়া চক্র -এর পক্ষে সম্রাট ।