মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ মার্চ: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যেগে মেহেরপুর ষ্টেডিয়াম ও মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে মেহেরপুর অগ্রগামী ক্রীড়াচক্র ও মেহেরপুর মোহামেডান স্পোটিং ক্লাব নিজি নিজ খেলায় জয়লাভ করেছে। বুধবার অনুষ্ঠিত খেলায় অগ্রগামী ক্রীড়াচক্র ১০৬ রানে সদর উপজেলার বন্দর যুব ক্লাবকে ও মোহামেডান স্পোটিং ৪৬ রানে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। মেহেরপুর ষ্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে অগ্রগামী ক্রীড়াচক্র ২৮ ওভার ১ বলে সব ক’টি উইকেট হাবিয়ে ২১৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে হাফিজ সর্বোচ্চ ৫২, সোহাগ ৪৩ ও জিকো ৩৩ রান করেন। বন্দর যুব ক্লাবের পক্ষে রাকিব, রনি ও নাসিম ২ টি করে উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে বন্দর যুব ক্লাব ২৬ ওভার ১ বলে সব কটি উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দলের পক্ষে নুহু ২২ রান করেন। অগ্রগামী ক্রীড়াচক্রের পক্ষে জিকো, রাসেল, মামুন ও রাজবা ২ টি করে উইকেট লাভ করেন। এদিকে মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডান স্পোটিং ক্লাব ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে শিবলু ৫৪ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে আমঝুপি ক্রিকেট ক্লাব ২৬ ওভার ৩ বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। রাতুল দলের পক্ষে ২৮ রান করেন। ইমর“ল মোহামেডানের পক্ষে ৪ টি উইকেট লাভকরেন।