খেলাধুলা

মেহেরপুরে প্রথম বিভাগ ক্রিকেট লীগের পৃথক খেলায় আমঝুপি উদয়ন ক্লাব ও ইছাখালী অল স্টার জয়ী

By মেহেরপুর নিউজ

March 16, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ মার্চ: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যেগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিক্রেট লীগে আমঝুপি উদয়ন ক্লাব বনাম সুবিদপুর আবাহনী ক্রীড়াচক্র -এর মধ্যকার খেলায় আমঝুপি উদয়ন ক্লাব  জয়লাভ করেছে। টসে জিতে আমঝুপি উদয়ন ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে  ২’শ ২৩ রান করে ।  এর জবাবে সুবিদপুর আবাহনী ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ২৫ ওভার ৪ বলে সব কয়টি  উইকেট হারিয়ে ১৩২ রান করে । ৩ উইকেট নিয়ে  ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আমঝুপি উদয়নের পাপ্পু । আ্যাম্পায়ারের দায়িত্ব পালন করেন  মাসুম ও নিটু । অপর দিকে হাইস্কুল মাঠে অনুষ্ঠিত অপর খেলায় ইছাখালী অলস্টার  বনাম  স্বাধীন বাংলা ক্রীড়াচক্র -এর মধ্যেকার খেলায় ইছাখালী অলস্টার  জয়লাভ করে । টসে জিতে ইছাখালী অলস্টার  ব্যাট করতে নেমে ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২শ ৭৫ রান করে । এর জবাবে স্বাধীন বাংলা ক্রীড়াচক্র ২৮ ওভার ৪ বলে ১শ৬২  রান করে অলআউট হয়ে পরাজয় বরণ করে । ৮৮ রান নিয়ে ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হন ইছাখালী অলস্টার  -এর আনিসুর।