খেলাধুলা

মেহেরপুরে প্রথম বিভাগ ক্রিকেট লীগে সূর্যতরুনের নাটকীয় জয়

By মেহেরপুর নিউজ

March 02, 2010

মিজানুর রহমান মিজান জয়ের জন্য প্রয়োজন ৫৫ রান। বল রয়েছে ৯৬ টি। উইকেট রয়েছে ১ টি। শেষ উইকেটে করতে হবে ৫৫ রান । দলের জয় তো বটেই সাথে সাথে শিরোপা লড়াই এ টিকে থাকা এসবভেবে কর্মকর্তা এবং মাঠে লড়াই চালিয়ে যাওয়া শেষ ব্যাটসম্যান ছাড়া সূর্যতরুন ক্লাবের আর কেউ নেই। যে যার মত মাঠ ছেড়েছে। প্রতিপক্ষের ফিল্ডাররা অর্থাৎ ইলেভেন অলরাউন্ডারের খেলোয়ার কর্মকর্তা সকলে আনন্দ উল্লাস করার জন্য অপেক্ষা করছে। উল্লাসের পরিবর্তে রাজ্যের নিরবতা টেনে দিয়ে অসম্ভবকে সম্ভব করে জয় ছিনিয়ে নিয়ে মাঠ ত্যাগ করলো সূর্যতরুনের রহিদুল ও মাণিক। ম্যাচ জয়ের নায়ক এই শেষ জুটি। গল্পটি ছিল আজ ২ মার্চ মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকিট লীগের গুরুত্বপূর্ণ খেলার। আজকের খেলায় যে দল জয়ী হবে সেই দল শিরোপা লড়াইয়ে একটি শক্ত বাধা অতিক্রম করবে। এমন মনোভাব নিয়ে প্রথমে ব্যাট করতে নেমে ইলেভেন অলরাউন্ডার ক্লাব ৩৮ ওভার ১ বলে সব কটি উইকেট হারিয়ে ১৭১ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে রাজ সর্বোচ্চ ৪৮ রান করে। সূর্যতরুনের পক্ষে মাণিক তিনটি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে সূর্যতরুন ২৪ ওভারে ১১৬ রানের মাথায় ৯ টি উইকেটের পতন ঘটে এ অবস্থায় হাল ধরে রহিদুল ও মাণিক শেষ জুটিতে তারা অবিচ্ছিন্ন থেকে এক শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে আনে রহিদুল ৩৩ ও মানিক ২০ রানে অপরাজিত থাকে। রিটন করেন ২৯ রান। অলরাউন্ডারের মনিরুল ৪ টি উইকেট দখল করে।