বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রধান শিক্ষককে হাতুড়ি পেটা করলেন আওয়ামীলীগ নেতা

By মেহেরপুর নিউজ

January 01, 2017

মেহেরপুর নিউজ,০১ জানুয়ারি: মেহেরপুরের গাংনী উপজেলার ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছেন আওয়ামীলীগ নেতা মামুনুর রশিদ। অভিযুক্ত মামুনুর রশিদ বামন্দি ইউনিয়ন আওয়ামীলীগের ৭নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্বে রয়েছেন। রবিবার সকাল ৯ টার দিকে বামুন্দী পুলিশ ক্যম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মামুনুর রশিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে এলাকা বাসি ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা । তারা তাৎক্ষনিত সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। আহত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বাড়ি থেকে মটরসাইকেল যোগে স্কুলে যাওয়ার পথে বামুন্দী পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় পৌছালে ঝোড়াঘাট গ্রামের মাবছুল ইসলামের ছেলে ও বামুন্দী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশিদ তাকে থামিয়ে শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। তিনি আরো জানান, গত ২৬ ডিসেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশারের উপস্থিতিতে নির্বাচিত সদস্যরা বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাকীকে সভাপতি নির্বাচিত করেন। মামুনুর রশিদ সভাপতি পদে নির্বাচন করে পরাজিত হন। তিনি সভাপতি হতে না পারার জের ধরে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে তিনি অভিযোগ করেন। খবর পেয়ে আহত আহত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম কে হাসপাতালে দেখতে ছুটে যান উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা। এসময় তারা অভিযুক্ত মামুনুর রশিদের বিচার দাবি করেন। গাংনী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আফজাল হোসেন ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম অভিযুক্ত মামুনুর রশিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়ে নানা কর্মসূচী ঘোষনা করেন। বামুন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন মামুনুর রশিদ বামুন্দী ইউনিয়ন আওয়ামীলীগের ৭ নং ওয়ার্ডের সভাপতি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, প্রধান শিক্ষক রফিকুল ইসলামের উপর হামলার কথা লোকমুখে শুনেছি। তবে ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত কিংবা মৌখিক অভিযোগ করেননী। অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এম কে রেজা জানান, প্রধান শিক্ষক রফিকুল ইসলামের শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহৃ রয়েছে। এদিকে অভিযুক্ত মামুনুর রশিদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।