বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রধান শিক্ষককে পেটালেন সহকারি শিক্ষক

By মেহেরপুর নিউজ

August 03, 2017

মেহেরপুর নিউজ, ০৩ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বেধড়ক পিটিয়েছে একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক (কম্পিউটার) আইউব আলী। বৃহস্পতিবার সকালে শিক্ষক হাজিরা খাতাই স্বাক্ষর ও জেএসসি পরীক্ষার ফরম পুরণকে কেন্দ্র করে এঘটনা ঘটেছে। এদিকে এ ঘটনার পরপরই কিছু শিক্ষার্থী স্কুল ত্যাগ করলে শিক্ষকরা বিদ্যালয় ছুটি দিয়ে দেন। শিক্ষকরা জানান, গত বুধবার সহকারি শিক্ষক (কম্পিউটার) আইউব আলী বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনিুপস্থিত ছিলেন। তার হাজিরা খাতায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অন ডিউটি দেখান এবং জেএসসি পরীক্ষার ফরম পূরণ বিদ্যালয়ের অফিস সহকারি ও অষ্টম শ্রেণীর শ্রেণী শিক্ষককে দিয়ে করানোয় সহকারি শিক্ষক আইউব আলী ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক ও অফিস সহকারির উপর হামলা চালান এবং আসবাব পত্র ভাংচুর করেন। লাঞ্চিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, তিন দিন প্রধান শিক্ষক ছুটিতে থাকায় তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। গত বুধবার সহকারি শিক্ষা কর্মকর্তা (গবেষনা) বিদ্যালয় পরিদর্শনে আসলে কম্পিউটার শিক্ষককে বিদ্যালয়ে না পেয়ে তার হাজিরা খাতাই অন ডিউটি উল্লেখ করার কথা বলেণ সে অনুযায়ী আমি সেখানে অন ডিউটি লিখে রাখি। বৃহস্পতিবার সকালে আইউব আলী বিদ্যলয়ে এসে হাজিরা খাতাই অন ডিউটি লেখা দেখে এবং জেএসসি ফরম পূরণ করাতে তাকে না ডাকায় ক্ষিপ্ত হয়ে উত্তেজিত হয়ে পড়েন এবং অশ্নিল ভাষায় গালিগালাজ করেন। এসময় তার প্রতিবাদ করলে তিনি প্রথমে অফিস সহকারি আশরাফুল ইসলামকে চেয়ার তুলে মারধর শুরু করেন। আমি এর প্রতিবাদ করলে আমাকে চেয়ার দিয়ে মারধর করতে করতে এক পর্যায়ে চেয়ার ভেঙে গেলে তিনি আমার পেটে লাথি মারেন বলতে গিয়ে তেনে কেঁদে ফেলেন। তিনি আরো জানান, কিছুদিন আগে তিনি মিনি স্ট্রোক করেছেন। এখন তিনি অসুস্থ হয়ে। ক্ষোভ প্রকাশ কওে তিনি বলেন, এ চাকরির দরকার নেই। আগে বিচার চাই। অভিযুক্ত সহকারি শিক্ষক আইউব আলী বলেন, ১৩ বছর চাকরি করছি বেতন পাইনা। বিদালয়ের সার্বিক প্রশানিক কাজ হেডমাস্টারকে তাকে নিয়ে করে থাকেন। বাকি যারা আছে তারা সবাই পরস্পর নিকট আত্মিয়। আমি যেকোন কাজ করলে তারা হিংসাই জ্বলে। আমি ১৫ দিনের জন্য নির্বাচনের ভোটার হালনাগাদ কাজের দায়িত্বে রয়েছি। এই কারণে বুধবার বিদ্যালয়ে যেতে না পারায় আমার ওখানে ওন ডিউটি লেখা হয়েছে। এছাড়া প্রধান শিক্ষক আমাকে দায়িত্ব দিলেও তারা আমাকে বাদ দিয়ে জেএসসি ফরম পুরণের কাজ সেরে ফেলেছেন। এ ফরম পূরণে ভুল হলে দায় দায়িত্ব কে নেবে। একারনে আমার রাগ উঠে গেলে আমি চেয়রি তুলে টেবিলে মারলে চেয়ারিট ভেঙ্গে যাই। তাছাড়া আমি কাউকে মারিনি। প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, শ্বাশুড়ির চিকিৎসার জন্য ৩দিনের ছুটিতে বাইরে রয়েছে। আমি শিক্ষকদের বলেছিলাম ঠিকভাবে জেএসসি ফরমপূলন শেষ করতে। তবে আইউব আলী অন্যায় করেছে। বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামিম আরা হীরা বলেন, বিদ্যালয়ে একটি অনাকাক্সিখত ঘটনা ঘটেছে। আমি সহকারি শিক্ষক আইউব আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য শিক্ষা কর্মকর্তা বলা হয়েছে। এদিকে বিদ্যালয়ে প্রধান শিক্ষককে মারধর ও আসবাবপত্র ভাংচুরের খবর পেয়ে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক বিদ্যালয় পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। সহকারী উপজেলা শিক্ষা আফিসার হোসনে মোবারক বলেন, সহকারি শিক্ষক আইউব আলী প্রধান শিক্ষকের উপর হামলা চালিয়ে অন্যায় করেছেন। আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো। বিদ্যালয় ছুটির বিষয়ে তিনি পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিক্ষকরা ছুটি দিয়েছেন। এতে সমস্যা নাই।