বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

By Meherpur News

May 15, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে ৩ দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রকল্প উপস্থাপন, বিতর্ক, কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে সহকারী কমিশনার নাসরিন সুলতানার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম,জেলা শিক্ষা অফিসার হযরত আলী, শেখ তৌহিদুল কবীর,আবির আনসারী, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ৩ দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় প্রকল্প উপস্থাপনায় সিনিয়র গ্রুপে মেহেরপুর সরকারি কলেজ ১ম, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২য় এবং মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ তৃতীয় স্থান অর্জন করে।

জুনিয়র গ্রুপে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১ম,  মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সাহেবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় যৌথভাবে ২য় এবং মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করেছে।

একই সাথে বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়ার গ্রুপে আকাশ আলী, নাজনীন জাহান তানজিবুর রহমান, মুস্তাকিম আলী, শামসুল আরেফিন, মুনতাসির ইসলাম তমা, মুন্তাহীন ইসলাম প্রিয়া, ইমরুল হাসান। এবং জুনিয়র গ্রুপে রওশন ফেরদৌস, সোহানুর রহমান, শাহিদ আহমেদ, রাফসান মাহমুদ, বাইজিদ, আতিক তাহসিন, কামরুজ্জামান, তাসমিয়া আক্তার নাঈম, ফারহানা তাওসিফ এবং বিশাল শেখ পুরস্কার লাভ করেন।

৩ দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় ২টি গ্রুপে মোট ২৩ টি স্টল স্থান পায়।