শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে প্রাথমিক প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ।। এক স্কুল থেকে ২ জন প্রধান শিক্ষকের অংশগ্রহন

By মেহেরপুর নিউজ

November 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার কালিগাংনী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক দাবি করে ২ জন শিক্ষক মিটিংয়ে অংশ গ্রহন করেন। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজুল ইসলাম, সৈয়দ মাসুদুল ইসলাম, মনোয়ার হোসেন, আবুল ফজল, প্রধান শিক্ষক শিখা আক্তার, নুরুল গণী, ইকবাল হোসেন প্রমুখ। এদিকে. সদর উপজেলার কালিগাংনী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২ জন শিক্ষক নিজেদের প্রধান শিক্ষক দাবি করে সমন্বয় সভায় যোগ দেন। তারা হলেন জহুরুল হক ও সাহাবদ্দিন। এদের মধ্যে জহুরুল হক বলেন, বিদ্যালয়টি ১৯৯১ সালে প্রতিষ্ঠালাভের পর থেকে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। অপরদিকে সাহাবদ্দিন বলেন, তিনিও একই সাল থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন বলেন, আমরা আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করবো।