বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 13, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সফিকুর রহমান, আসাফউদ্দৌলা, জয়নুল ইসলাম, আশরাফুল আলম, জহুরুল হক, শিক্ষক নেতা জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, মতিনুল ইসলাম, সামসুল আরেফিন প্রমুখ। সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করাসহ প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।