বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 23, 2017

মেহেরপুর নিউজ, ২৩ জুলাই: মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা পর্যায়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা ওালিউর রহমান, ফিরোজুর রহমান, জয়নুল আবেদীন, শামীম সুলতানা, আসাফ উদ দৌল্লা, প্রধান শিক্ষক নার্গিস পারভিন, সহকারী শিক্ষক মামনুর রহমান, সেখানে উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রতিটা বিদ্যালয় প্রাঙ্গনে কমপক্ষে ১টি করে গাছের চারা রোপন করবেন।

আমঝুপি বালক বিদ্যালয়ে গাছের চারা রোপন মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচির পালন করা হয়েছে।

রবিবার সকালে আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান গাছের চারা রোপন করেন।

এসময় প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শেলিনা জাহান, নুরুন্নাহার, কুল্লে আফিফা, রোকনুজ্জামান, সামিয়া আফরিন, আয়েশা খাতুন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।