শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১১হাজার ১১০ জন পরীক্ষার্থীর অংশগ্রহন

By মেহেরপুর নিউজ

November 21, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ নভেম্বর: সারা দেশের ন্যায় মেহেরপুর জেলাতেও আজ বুধবার থেকে প্রাথমিক শিক্ষা সমাপনি ও ইবতেদায়ী পরীক্ষা শুরু হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলি জানান, এ বছর জেলার ৩ উপজেলার মোট ২৯ টি কেন্দ্রে ১১ হাজার ১১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। এর মধ্যে ৫ হাজার ২৫৯ জন ছাত্র এবং ৫ হাজার ৮৫১ জন ছাত্রী রয়েছে। মেহেরপুর জেলার মোট পরীক্ষার্থীর মধ্যে সদর উপজেলার ১৪ টি কেন্দ্রে ২ হাজার ৪৭ জন ছাত্রী ও ২হাজার ২৮৫ জন ছাত্রী, গাংনী উপজেলার ১১ টি কেন্দ্রে ২ হাজার ৩৪৮ জন ছাত্র ও ২ হাজার ৬৬৪ জন ছাত্রী এবং মুজিবনগর উপজেলার ৪টি কেন্দ্রে ৮৬৪ জন ছাত্র ও ৯০২ জন ছাত্রী রয়েছে। একই সাথে ইবতেদায়ী পরীক্ষায় জেলার মোট ৬ টি কেন্দ্রে মোট ৯৭৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলার ৩ টি কেন্দ্রে ৫১৭ জন ও গাংনী উপজেলার ২ টি কেন্দ্রে ৩১৩ জন এবং মুজিবনগর উপজেলার একটি কেন্দ্রে ১৪৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সব ধরণের প্রস্তুতি শেষ করেছেন বলে জানান।