শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 03, 2016

মেহেরপুর নিউজ, ০৩ মে: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকর সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র গোলদার, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, তরিফা নাজনিন, মকবুল হোসেন, গাজী টিভি প্রতিনিধি রফিক উল আলম, কালের কন্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন প্রমুখ। মতবিনিময় সভায় জেলার তিন উপজেলার ৫টি করে বিদ্যালয় বাছাই করে তাদের মডেল বিদ্যালয়ে রুপ দেয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতার কথা বলা হয়। এ্কই সাথে ওই সকল বিদ্যালয়গুলোকে অনুকরণ করে যাতে জেলার অন্যান্য বিদ্যালয়গুলো পরিচালনা করে সেকারণেই প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নজর দেয়ার আহবান জানানো হয়।