বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

August 18, 2016

মেহেরপুর নিউজ,১৮ আগষ্ট: মেহেরপুরে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে মাঠ কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে ই-মনিটরিং কার্যক্রম শক্তিশালীকরণের বিষয়টি অবহিত করা হয় এবং মেহেরপুরকে দেখে যাতে অন্য জেলাগুলো অনুসরণ করতে পারে সে আহবান জানানো হয়। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন বিভাগের পরিচালক সাবের হোসেন, স্থানীয় সরকার প্রশাসন মেহেরপুরের উপপরিচালক হেমায়েত হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন বিভাগের সহকারী পরিচালক ইফতেখার হোসেন ভুইয়া, মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, সদর উপজেলা রির্সোস সেন্টার ইন্সট্রাকটর মফিজুর রহমান, গাংনীর সহকারী ইন্সট্রাক্টর জাহিদুল করিম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, গাজিটিভি’র মেহেরপুর প্রতিনিধি রফিকুল আলম, বিটিভি’র মেহেরপুর প্রতিনিধি আলামিন হোসেন, কালের কন্ঠ’র মেহেরপুর প্রতিনিধি ইয়াদুল মোমিন। মতবিনিময় সভায় জেলার প্রাথমিক শিক্ষার বিভিন্ন চিত্র নিয়ে মাল্ডিমিডিয়া উপস্থাপন করে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল ফজল। মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, জেলার তিন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা অংশগ্রহণ করেণ। সভায় শিক্ষা কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে অনুরোধ জানান। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি বলেন, এসডিজি অর্জনের অন্যতম লক্ষ্য প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা। সে লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে ই-মনিটরিং ও ই-প্রাইমারি প্রকল্প চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৫টি উপজেলায় এ প্রকল্প কাজ করছে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলা একটি। আগামীতে প্রতিটি জেলার একটি করে উপজেলাকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। তিনি বলেন, মুজিবনগরকে দেখে যেমন বাংলাদেশকে দেখতে হয়। ঠিক একই ভাবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মেহেরপুরকে যেন বাংলাদের অন্যান্য জেলা অনুসরণ করে শিক্ষা কর্মকর্তাদের সেভাবে কাজ করার নির্দেশনা দেন। ড.আবু হেনা মোস্তফা কামাল বলেন, ডিজিটাল বাংলাদেশের মুল লক্ষ্য হচ্ছে সুশাষন নিশ্চিত করা। সুশাষন নিশ্চিত করতে শিক্ষার মান উন্নয়ন জরুরী। শিক্ষা যেমন জাতির মেরুদন্ড ঠিক তেমনি প্রাথমিক শিক্ষা শিক্ষার মেরুদন্ড। তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়নে পরিদর্শনের কোনো বিকল্প নাই। আমরা ই-মনিটরিংকে আরো যুগোপোযগী করতে জিপিএস নেটওয়ার্ক সংযুক্ত করেছি। এই প্রকল্পের আওতায় সকল শিক্ষা কর্মকর্তাকে মোটরসাইকেল ও নোটবুক দেয়া হবে। যাতে করে তাৎক্ষনিকভাবে সরকারের নিতিনির্ধারক মহল শিক্ষার মান উন্নয়নে সহায়ক ভুমিকা নিতে পারে।