বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু

By মেহেরপুর নিউজ

November 19, 2017

মেহেরপুর নিউজ, ১৯ নভেম্বর: সারাদেশের ন্যায় মেহেরপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসপি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।

রবিবার সকালে জেলার তিন উপজেলার ৪৭ টি কেন্দ্রে এক যোগে এ পরীক্ষা শুরু করা হয়।

এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩৪ টি কেন্দ্রে মোট ১২ হাজার ৩শ ৪৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।

এর মধ্যে সদর উপজেলায় ১২টি কেন্দ্রে ৪ হাজার ৮শ ৬০ জন, গাংনী উপজেলায় ১৭ টি কেন্দ্রে ৫ হাজার ৫শ ৮৩ জন এবং মুজিবনগর উপজেলায় ৫টি কেন্দ্রে ১ হাজার ৯শ ২৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। অপর দিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৩ টি কেন্দ্রে ৬শ ৩১ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এরমধ্যে সদর উপজেলায় ২টি কেন্দ্রে ১শ ৩০ জন, গাংনী উপজেলায় ৭টি কেন্দ্রে ৩শ জন এবং মুজিবনগর উপজেলায় ৪টি কেন্দ্রে ৫৭ জন শিক্ষার্থী রয়েছে।

এদিকে পরীক্ষা চলাকালে জেলা প্রশাসক পরিল সিংহ জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

আমঝুপিতে পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত মেহেরপুর সদর উপজেলা আমঝুপিতে দুটি কেন্দ্রে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ৫শ ৬৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। এদেও মধ্যে ২শ ৫৭ জন ছাত্র ও ৩শ ০৬ জন ছাত্রী রয়েছে। পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করবে আশরাফুল আলি ও কেন্দ্র সচিব প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম।