বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন

By মেহেরপুর নিউজ

June 03, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের ১০ টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় পরীক্ষা শুরু হয়ে ১২ টায় পরীক্ষা শেষ হয়।

মেহেরপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৫০-২০০ শূন্য আসনের বিপরীতে ৬ হাজার ১১৪ জন পরীক্ষার্থী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও ১ হাজার ৭৫৬ চাকুরিপ্রার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকেন।

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মেহেরপুর সরকারি কলেজ কেন্দ্রে ১ হাজার ৫০৮ জন এর মধ্যে ৩৯৮ জন অনুপস্থিত। সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ৬৮২ জনের মধ্যে ১৮১ জন অনুপস্থিত। সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮শ জন এর মধ্যে ২৪৭ জন অনুপস্থিত। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৫০ জনের মধ্যে ১৭৪ জন অনুপস্থিত। ছহিউদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রী ৬৭২ জনেরর মধ্যে ১৮৭ জন অনুপস্থিত। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ কেন্দ্রে ৩শ জনের মধ্যে ৮৩ জন অনুপস্থিত।

জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪২২ জন এর মধ্যে ১৩২ জন অনুপস্থিত। মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩৪৪ জনের মধ্যে ১৪৬ জন অনুপস্থিত। মেহেরপুর দারুল উলুম আহমেদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৪৫০ জনের মধ্যে ১৩৮ জন অনুপস্থিত। এবং মেহেরপুর কবি নজরুল শিক্ষামন্জিল কেন্দ্রে ২৫০ জনের মধ্যে ৭০ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকেন।