শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে প্রাথমিক সমাপনীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

By মেহেরপুর নিউজ

March 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ মার্চ:

সেভ দি চিলড্রেনের উদ্যোগে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগীতায় জাতীয়  প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২০১৩ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হযেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কের মফিজুর রহমান মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা সংস্থার সভানেত্রী শামিম আরা হীরা। অনুষ্টানে অন্যান্যদের মদ্যে বক্তব্য রাখেন সেভ দি চিলড্রেনের মেহেরপুর প্রজেক্টের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, প্রধান শিক্সক আনোয়ারুল হুদা প্রমুখ। অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলার ট্যান্টেপুল ও সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৯৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।