কৃষি সমাচার

মেহেরপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

By মেহেরপুর নিউজ

October 16, 2023

মেহেরপুর নিউজ:

বারি-২০২৩/২৪ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর ও মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রণোদনার আওতায় গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর ও মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদার, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল করিম প্রমূখ।

পরে বারি-২০২৩/২৪ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর ও মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয।