বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 27, 2018

মেহেরপুর নিউজ, ২৭ জানুয়ারী: মেহেরপুর ক্রিকেট একাডেমীর উদ্যোগে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সাবেক জেলা যুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, জিএম রেজাউল করীম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর সভার প্যানেল মেয়র শহিনুর রহমান রিটন।

খেলাটি টাই হিসেবে শেষ হয়। প্রথমে ব্যাট করতে নেমে প্রেসক্লাব ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৭ রান করেন। জবাবে ক্রিকেট একাডেমী ১০ ওভারে ৭ উইকেটে ১০৭ রান করে।