অন্যান্য

মেহেরপুরে প্রয়াত ইউপি সদস্য নুরজাহানের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

September 07, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে রোববার দুপুরে পিরোজপুর ইউনিয়ন পরিষদ বারাদি কার্যালয়ে পিরোজপুর ইউনিয়নের সদস্য নুরজাহান স্মরনে এক স্মরনসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউপি চেয়ারম্যান সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য নজরুল ইসলাম লাল বানু, বেলী খাতুন, আব্দুল মান্নান, আসাদুল ইসলাম, আসাদুজ্জামান, মনিরুল ইসলাম , আব্দুস সাত্তার, দেলোয়র হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত ২১ আগষ্ট ইউপি সদস্য নুরজাহান খাতুন ইন্তেকাল করেন।