আইন-আদালত

মেহেরপুরে প্লাষ্টিক বস্তা ব্যবহার করায় দুই চাল ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

February 19, 2019

মেহেরপুর নিউজ, ১৯ ফেব্রুয়ারি: পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক বস্তা ব্যবহার করার অপরাধে দুই চাল ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে মেহেরপুরের বড়[বাজার চাল পট্টিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিথিলা দাস ও আরিফা সুলতানা এ অভিযান পরিচালনা করেন। দন্ডিত ব্যবসায়ীরা হলেন- রেজাউল হকের ছেলে হাসেম আলী এবং মহির উদ্দিনের ছেলে নবাব। তাদের দুজনকে ৫শ টাকা করে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলা পাট কর্মকর্তা মহসিন শিকদার উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পাটের তৈরি বস্তার পরিবর্তে প্লাস্টি বস্তা ব্যবহার করার অপরাধে পাট ও পাটজাত দ্রব্য আইনের ৫৩ এর ১৪ ধারায় দুজনের নিকট থেকে এ জরিমানা করা হয়েছে।