ফুটবল

মেহেরপুরে ফজলুর রহমান স্মৃতি ফুটবলে চৌগাছা ইয়াং স্টার ক্লাব ফাইনালে

By মেহেরপুর নিউজ

November 06, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে আমঝুপি মাঠে অনুষ্ঠিত মরহুম ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চৌগাছা ইয়াং স্টার ক্লাব দ্বিতীয় দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় চৌগাছা ইয়াং স্টার ক্লাব টাইব্রেকারে ৫-৪ চুয়াডাঙ্গা শুভ সকাল একাদশকে পরাজিত করে।

নির্ধারিত সময়ে খেলায় প্রথমার্ধে চৌগাছা একাদশ মারুফের দেওয়া গোলে এগিয়ে যায়। খেলা শেষ হওয়ার তিন মিনিট পূর্বে চুয়াডাঙ্গা শুভ সকাল একাদশের পক্ষে সাব্বির গোল করে খেলায় সমতা ফেরান।

বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ট্রাইবেকার এর মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। ট্রাইবেকারে চৌগাছার পক্ষে সজীব, বেলাল, বাঁধন, স্যামসাং ও ইমরান এবং চুয়াডাঙ্গা শুভ সকালের পক্ষে মিঠু, কবির, খোকাবাবু ও জুয়েল রানা একটি করে গোল করেন।