বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ ২ জন আটক করেছে বিজিবি

By মেহেরপুর নিউজ

February 05, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ ফেব্রুয়ারী:

মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর মাঠে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল,পালছার মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) মেহেরপুর সদর উপজেলার ইছাখালি বিওপি ক্যাম্প। আটকরা হলো, মেহেরপুর শহরের নতুনপাড়ার সুজন শেখের ছেলে সোহরাব শেখ (৩০) ও একই শহরের গোরস্থানপাড়ার সফেদ আলী শেখের ছেলে তারেক শেখ (৩২)। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বর্ডারগার্ড ইছাখালি বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার শাহাজান আলীর নেতৃত্বে একটি টহল দল হরিরামপুর মাঠের মধ্যে থেকে অভিযান চালিয়ে এদের আটক করেন। বর্ডারগার্ড ইছাখালি বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার শাহাজান আলী জানান,এসময় আটকদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল, ২ টি মোবাইল ফোন, নগদ পোনে ৫ হাজার টাকা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।