মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ডিসেম্বর: মেহেরপুর সদর থানা পুলিশ ৬ বোতল ফেন্সিডিল সহ হাসানুজ্জামান নামের এক যুবককে আটক করেছে। আটক হাসানুজ্জামান সদর উপজেলার বন্দর গ্রামের রজব আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে সদর থানার এস আই ফারুক অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এস আই ফারুক সদর উপজেলার বন্দর গ্রাম থেকে রজব আলীর ছেলে হাসানুজ্জামনকে আটক করে। এ সময় তার কাছে থেকে ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।