অন্যান্য

মেহেরপুরে ফেন্সিডিল সহ ২ জন আটক

By মেহেরপুর নিউজ

December 22, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ ডিসেম্বর: মেহেরপুরে পৃথক দুটি অভিযানে ৫০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যাবশাহীকে আটক করেছে পুলিশ।  এদের মধ্যে মুজিবনগর উপজেরার আনন্দবাশের তানছের আলীর ছেলে মিলনকে ৩০ বোতল এবং গাংনী উপজেলার খালপাড়ার মোকছেন আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকীকে ২০ বোতল ফেনসিডিল সহ আটক করে পুলিশ।

সোমবার মেহেরপুর ডিবি পুলিশের এএসআই জিয়াউর রহমান এবং গাংনী থানা পলিশের এএসআই আলফাজ উদ্দিন এ অভিযান চালিয়ে তাদের আটক করে।