জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরে বই উৎসব:: প্রাথমিকে প্রায় ৪ লাখ বই বিতরণ ( ভিডিও সহ)

By মেহেরপুর নিউজ

January 01, 2019

মেহেরপুর নিউজ, ০১ জানুয়ারি: মেহেরপুরে সারা দেশের ন্যায় বছরের প্রথম দিনে প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আতাউল গনি। উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান চৌধুরী। বক্তব্য দেন গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আরেফিন বাবু। বই উৎসবের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জেলার তিন উপজেলায় ৮০ হাজার ৯৮৩ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৮৫ হাজার ৭৮২টি বই বিতরণ করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ১ লাখ ৩৮ ৫৭০টি, গাংনী উপজেলায় ১লাখ ৯২ হাজার ৭৬২ এবং মুজিবনগর উপজেলায় ৫৪ হাজার ৪৫০টি বই বিতরণ করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী জানান, আজ বিকেলের মধ্যে জেলার সকল প্রাথমিক ও বিদ্যালয়ে বই বিতরণ শেষ করবেন।