বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বই উৎসব:: মাধ্যমিকে সাড়ে ৯ লাখ বই বিতরণ

By মেহেরপুর নিউজ

January 01, 2019

মেহেরপুর নিউজ, ০১ জানুয়ারি: মেহেরপুরে সারা দেশের ন্যায় বছরের প্রথম দিনে মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আখতারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শাহীন আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকি। বই উৎসবের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জেলার তিন উপজেলায় মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী ও ভকেশানল শিক্ষার্থীদের জন্য ৯লাখ ৪৮ হাজার ৭১৯টি বই বিতরণ করা হবে। এর মধ্যে সদর উপজেলায় মাধ্যমিক ৩ লাখ ১২ হাজার, দাখিল ৩৩ হাজার ৫০০, এবতেদায়ী শাখায় ১৭২২০টি, গাংনী উপজেলায় মাধ্যমিক ৪লাখ চারশ, দাখিল ২৪ হাজার ৮০০, এবতেদায়ী ১৭ হাজার ৯২০টি, মুজিবনগর উপজেলায় মাধ্যমিক ৯৯ হাজার ৯৭৩, দাখিল ৯হাজার ৮৩২, এবতেদায়ী ৪৩৩৪টি বই বিতরণ করা হবে। এছাড়া জেলায় ভকেশনাল শিক্ষার্র্থীর জন্য ২৮ হাজার ৭৪০টি বই বিতরণ করা হবে। জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আখতার জানান, চাহিদা অনুযায়ী শতভাগ বই পাওয়া গেছে। বছরের প্রথম দিনেই সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে।